চট্টগ্রামের হালিশহরের ২৫ নাম্বার রামপুর ওয়ার্ডে ঈদগাঁ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সেলাই মেশিন ও ছাতা বিতরণ অনুষ্ঠান। ওমর–জাহান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ২৬ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান সহীদ মোঃ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস, মোঃ সলিমুল্লাহ, মোহাম্মদ আলী আক্কাস, মমিনুল হক মুন্না, বশির কোম্পানি, এসাক মুহুরী, ইলিয়াস সরদার, মোহাম্মদ সেকান্দারসহ আরও অনেকে। অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং ছাতা বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা বলেন, এমন উদ্যোগ স্বনির্ভরতার পথে নারীদের এগিয়ে নিতে ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।