কয়েকদিন আগে পবিত্র ওমরার উদ্দ্যেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন শিক্ষক নুর আহমদ (৫০)। যাওয়ার মাঝপথে হঠাৎ অসুস্থ হলে তাকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলে ওমরাহ করার ইচ্ছা আর পূর্ণ হলো না শিক্ষক নুর আহমদের।
শিক্ষক নুর আহমদ রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড নেজামশাহ পাড়ার মরহুম আবুল বশরের তৃতীয় পুত্র। তিনি ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। গত বছর তিনি স্কুল থেকে অবসরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।