করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর পর চট্টগ্রাম থেকে ওমরাহ যাত্রীদের প্রথম দল বাংলাদেশ বিমানযোগে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মদিনা শরীফের উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবেন। এর নেতৃত্বে থাকবেন আল মুলজাতিম হজ কাফেলার চেয়ারম্যান ফরিদ আহমদ ও প্রধান ময়াল্লিম হাফেজ মাওলানা মোস্তাহাছান বিল্লাহ। আলমুলজাতিম হজ কাফেলার ২৫ সদস্য বিশিষ্ট ওমরাহ যাত্রীদের গ্রুপটি প্রথমে মদিনা সুইট ইন্টারন্যাশনালে অবস্থান করবেন। মক্কা শরীফে ওমরাহ যাত্রীরা ওমরাহ কার্যক্রম সম্পন্ন করে ১৯ সেপ্টেম্বর জেদ্দা থেকে চট্টগ্রামে ফিরে আসবেন। প্রেস বিজ্ঞপ্তি।