ওমরগণি এমইএস কলেজ এক্স-ক্যাডেট ফোরামের ২০ বছর পূর্তি উৎসব

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

ওমর গণি এমইএস কলেজ এক্সক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর ২০ বছর পূর্তি উৎসব উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান গত ১৬ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ক্যাম্প ফায়ারের মাধ্যমে ২০বছর পূর্তি উৎসবের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে পূর্তি উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিমুল্লাহ চৌধুরী, উপাধ্যক্ষ মো. রেজাউল করিম সিদ্দিকী, উপাধ্যক্ষ মেজর (অব.) রতন দাশ, লে. আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, ওমর গণি এমইএস কলেজ পরিচালনা পরিষদের সদস্য সালাউদ্দিন রেজা, ওসিইসিএফ’র স্থায়ী পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদুর রহমান (রাসেল), মহাসচিব ও নির্বাহী কমিটির সভাপতি মিজানুর রহমান সজীব, সাংগঠনিক সচিব এস এম জুলফিকার আলী, তথ্য প্রচারপ্রকাশনা সচিব মো. আশিকুর রহমান, অর্থ সচিব ও অনুষ্ঠান আহ্বায়ক এটিএম কাউসার হাবীব প্রমূখ। আয়োজনে ওমর গণি এমইএস কলেজ বিএনসিসি প্লাটুনের প্রায় ৩ শতাধিক প্রাক্তন ক্যাডেট উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার
পরবর্তী নিবন্ধচবি কেন্দ্রে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন