নগরীর ওমর গণি এমইএস কলেজ এক্স–ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা কলেজের আইসিটি ভবন মিলনায়তনে গত সোমবার অনুষ্ঠিত হয়। কলেজ এক্স–ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান সজীবের সভাপতিত্বে সদস্য দেলোয়ার হোসেন ও আইরিন আক্তারের সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। প্রধান আলোচক ছিলেন বিটিএফও সাবেক ব্যাটালিয়ন কমান্ডার মেজর (অব.) ড. শওকতুল মেহের। বিশেষ অতিথি ছিলেন ওমর গণি এমইএস কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকি, ১৩ বিএনসিসি ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক মেজর (অব.) রতন দাশ, ১৩ ব্যাটালিয়ন ডি কোম্পানির অধিনায়ক–২ লে. আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী, ১৩ ব্যাটালিয়ন বি কোম্পানির অধিনায়ক লে. শাহানা ইয়াসমিন, কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, ওসিইসিএফ’র উপদেষ্টা পরিষদের সদস্য মোরশেদ আলম শিপন, আহমেদ রাসেল ও আবসার মিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন, ওসিইসিএফ’র সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম কাওসার হাবিব।
শুরুতে কলেজ বিএনসিসি প্লাটুনের বিশেষ অবদান রাখায় লে. আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী ও লে. শাহানা ইয়াসমিনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া আরও ৬ জন সাবেক ক্যাডেটকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মিরাজুল রুবেল, নুর মোহাম্মদ, ওমর ফারুক সিদ্দিকি, সনেট দে, মো. আউয়াল, মো. আজমল নবীন, সুরাইয়া আফরোজ কলি, মো. ওমর ফারুক, মো. শরীফ উল্লাহ, মো. নাছির উদ্দিন, মো. রায়হানুল সজীব, গাজী মো. জুনায়েদ, মো. খোরশেদ আলম, মো. ইব্রাহিম, মোস্তফা ইমতিয়াজ মাহবুব চৌধুরী, মেহেরজান আলম রুহান, যায়েদ বিন অয়োব, মো. নেওয়াজ, সাদমান, মোহাম্মদ টিপু, খোরশেদ আলম সোহেল, শাকিল আহমেদ, মো. হারুন, মোহাম্মদ তায়েব, মো. ফয়সাল, মাহফুজুর রহমান, সায়েদ বিন তৌহিদ, দেলোয়ার হোসেন, মো. আজম, জুলি আক্তার, রুমা বেগম, আনিকা আক্তার, রাজিয়া আক্তার, আরিফা মাহমুদ, খালেদা আক্তার অমি, শরফুদ্দিন জীবন, মইন উদ্দিন মাহি, মো. ওয়াহেদ, মো. পাপ্পু, আলী মোহাম্মদ জমির, রাশেদুল আমিন, মুনতাসীর রহমান জয়, আতিক হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।