ওমরগণি এমইএস কলেজে শিক্ষক সংবর্ধনা

| শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ওমরগণি এম ই এস কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাহার উদ্দিন মো. জোবায়ের অনলাইনে ২০০তম ক্লাস পূর্ণ করায় বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ কনফারেন্স কক্ষে গত ৩ ডিসেম্বর সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের উপাধ্যক্ষ মো. রেজাউল করিম ছিদ্দিকীর সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগ ৩য় বর্ষের ছাত্র মো. আরশাদ আবিদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন-এনায়েতবাজার মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সোহানা শারমিন তালুকদার, বক্তব্য দেন সংবর্ধিত শিক্ষক বাহার উদ্দিন মো. জোবায়ের, অধ্যাপক তহমিনা আখতার, অধ্যাপক নুরুল আমিন, অধ্যাপক জেসমিন আকতার, অধ্যাপক মিনু আরা বেগম প্রমুখ।
হিসাববিজ্ঞানের শিক্ষার্থী ইমাম হোসেনের কোরআন তিলাওয়াত ও সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন মো. ইসমাইল হোসেন ও আলিফ মো. সোবহান। সংবর্ধিত শিক্ষক বলেন, অনলাইনে ২০০তম ক্লাসে পৌঁছাতে আমার প্রতিদিন ৬/৮ ঘণ্টা পরিশ্রম করতে হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যামেরার সামনে টিকা নিতে চান তাঁরা
পরবর্তী নিবন্ধআমিন উল্লাহ খান