ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ওকস

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

বাঁকাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস ওকস। ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নেওয়ায় ওকসকে ছাড়াই ভারতের বিপক্ষে টেস্টের বাকি অংশ খেলতে হবে ইংল্যান্ডকে। গতকাল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে এক বিবৃতিতে ওকসের নাম প্রত্যাহারের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি জানিয়েছে, ‘ইনজুরির কারণে পঞ্চম টেস্টের বাকী অংশে আর খেলতে পারবেন না ওকস।’ গত বৃহষ্পতিবার থেকে ওভালে শুরু হওয়া টেস্টে ভারতের প্রথম ইনিংসের ৫৭তম ওভারে জেমি ওভারটনের ডেলিভারিতে ড্রাইভ শট খেলেন করুন নায়ার। মিড অফ থেকে দৌড়ে ড্রাইভ দিয়ে বল থামানোর সময় বাঁকাঁধে চোট পান ওকস। এরপর ফিজিওর সহায়তায় মাঠ ছাড়েন তিনি। এখনও ওকসের ইনজুরির সর্ম্পকে কিছু জানায়নি ইসিবি। ধারণা করা হচ্ছে, তার কাঁধের হাড় নড়ে গেছে। শেষ টেস্ট চলাকালীন ওকসকে হারানো ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না পেস বোলিং অলরাউন্ডার ও অধিনায়ক বেন স্টোকস। বিশ্রাম দেওয়া হয়েছে জোফরা আর্চার ও ব্রাইডন কার্সকে। ওকসের সাথে শেষ টেস্টের একাদশে ছিলেন গাস অ্যাটকিনসন, জশ টং ও জেমি ওভারটন। ইনজুরিতে পড়ার আগে এই টেস্টে ১৪ ওভারে ৪৬ রানে ১ উইকেট নেন ওকস।

পূর্ববর্তী নিবন্ধজুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৩৯ নং ওয়ার্ড যুব বিভাগ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে সালাউদ্দিনের চুক্তি, বেড়েছে বেতনও