লোহাগাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ইরফানুল ইসলাম চুহিম (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের পুরাত থানা রোডের গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার পাড়ার প্রবাসী নাছির উদ্দিন প্রকাশ গুরা মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কঙবাজারমুখী বাইক আরোহী চুহিম একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে তিনি বাইক থেকে ছিটকে পড়ে মাথায় গুরতর আঘাত পান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ধাওয়া করে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে ট্রাকটি আটক করা হয়। তবে এরআগে চালক কৌশলে পালিয়ে গেছে।
নিহতের চাচাতো ভাই সোহেল খান জানান, চুহিম উপজেলা সদর বটতলী স্টেশনের একটি বিপণিবিতানের কর্মচারী। দুপুরে কর্মস্থল থেকে বাইক যোগে বাড়িতে যাচ্ছিল। ঘটনাস্থলে বাইক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। একইদিন সন্ধ্যায় জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাইক ও ট্রাক জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












