সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে চালক ও সহকারী সহ ৬ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে লোহাগাড়ার চুনতিতে জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রফিক উদ্দিন (৩২) নামে এক যাত্রীর নাম পাওয়া গেছে। তিনি আজিজনগর এলাকায় এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। আহত অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কঙবাজারমুখী সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের সাইনবোর্ড ও কয়েকটি গাছ ভেঙে গেছে। দুমড়ে-মুচড়ে গেছে বাসের সম্মুখভাগ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। তাই আহতদের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












