ওব্যাট হেল্পার্সের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

মায়ের অপরিসীম ভালোবাসা, নিঃস্বার্থ প্রয়াস, জীবনব্যাপী অনন্য ত্যাগ ও অবদানের কারণেই আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি। সুতরাং সন্তানদেরকেও মায়ের প্রতি যথাযথ সেবায় ও দায়িত্বে নিবেদিত হতে হবে। খুলশী সেগুনবাগান সংলগ্ন ওব্যাট জুনিয়র হাই স্কুলে বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাসিম ফারহানা শিরীন এ কথা বলেন। গতকাল বুধবার ওব্যাট হেল্পার্সের আয়োজনে এতে মুখ্য আলোচক ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের পরিচালক নাসরিন সুলতানা খানম। ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব লুসাই হিলসের পাষ্ট প্রেসিডেন্ট মমতাজুন্নেছা বেগম সুমা, নোমান উল্লাহ বাহার, মেহবুব আলী হক, শামীম নিঘাত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বদেশের আবৃত্তি উৎসব ও গুণীজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধশ্রমজীবীদের খাবার পানি ও স্যালাইন দিল সিইউসিএজেএএ