ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে অর্ধ লাখ মানুষের জন্য মেজবানির আয়োজন করেছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, যেখানে ২০০ মণ মাংস রান্না হবে। আজ মঙ্গলবার দুপুরে এ সংবর্ধনা ও মেজবানির আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় পর এই প্রথম ওবায়দুল কাদের নিজের জেলা নোয়াখালীতে যাচ্ছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী–৫ (কোম্পানিগঞ্জ–কবিরহাট) আসনের সংসদ সদস্য। একরামুল করিম চৌধুরীর বাড়ি কবিরহাটে হলেও তিনি নোয়াখালী–৪ (সদর–সুবর্ণচর) আসনের সংসদ সদস্য। খবর বিডিনিউজের।
একরামুল করিম বলেন, ওবায়দুল কাদের ভাইকে তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ২০০ মণ গোশত দিয়ে ৫০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হচ্ছে। প্রতি ব্যাচে পাঁচ হাজার মানুষ বসতে পারবে।
কবিরহাট উপজেলার সোন্দলপুরের গ্রামে নিজের বাড়িতে এই মেজবানির আয়োজন করেছেন একরামুল করিম। নোয়াখালী–৫ আসনে এক সময়ের আওয়ামী লীগ প্রার্থী হাজি মো. ইদ্রিসের ছেলে একরামুল করিম স্থানীয় রাজনীতিতে ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী হয়ে নেমেছিলেন ২০০১ সালের নির্বাচনে। সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী একরাম ৪০ হাজার ভোট পেয়েছিলেন, তাতে ওবায়দুল কাদের হেরেছিলেন বিএনপির মওদুদ আহমদের কাছে। ওবায়দুল কাদেরের ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সঙ্গে সংসদ সদস্য একরামুল করিমের বিরোধও সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।