টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখন নিয়মিত ইনিংস উদ্বোধন করছেন যে দুজন তাদের কেউই স্বীকৃত ওপেনার নন। সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ বড় কোনো সাফল্যও এনে দিতে পারেননি ওপেনিংয়ে জুটি বেঁধে। এ নিয়ে নিজের মত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলন, সাব্বিরকে ওপেনিংয়ে দেখে অবাক হয়েছিলেন। চূড়ান্ত ফয়সালা নিউজিল্যান্ডে হবে বলেও জানান পাপন। তিনি বলেন আসলে ওপেনিংয়ে এগুলো সব পরীক্ষা করছে তারা। নিউজিল্যান্ডে গিয়ে আরও কিছু পরীক্ষা করবে। এরপর ঠিক করবে। বিশ্বকাপে এবার যে দল খেলবে এটাকে আমরা নিয়মিত খেলাব তা কিন্তু না। এই দল খেলবে এক বছর । অর্থাৎ পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত।











