ওপিএ, সাউথ এন্ড, ফ্রেন্ডস ও কোয়ালিটি সেমিতে

প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সিজেকেএস ১ম বিভাগ হ্যান্ডবল লিগের সেমি ফাইনাল পর্বে উন্নীত হয়েছে ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশন (ওপিএ), সাউথ এন্ড ক্লাব, ফ্রেন্ডস ক্লাব এবং কোয়ালিটি এস.সি (ব্লুজ)। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডয়ামে অনুষ্ঠিত খেলায় চ.ব.ক ক্রীড়া সমিতি ৫-২ গোলে চন্দনপুরা একাদশকে, ফ্রেন্ডস ক্লাব ১৬-৪ গোলে নবীন মেলাকে, সাউথ এন্ড ক্লাব ৭-০ গোলে এম.এইচ স্পোর্টিং ক্লাবকে, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠি ৩-২ গোলে কোয়ালিটি এস.সি (ব্লুজ)কে এবং ইয়ং স্টার ব্লুজ ৮-১ গোলে বাংলাদেশ রেলওয়ে এস.এ. কে পরাজিত করে। কোয়ালিটি স্পোর্টস্‌ ক্লাব এবং নিমতলা লায়ন্স ক্লাবের মধ্যকার খেলাটি ০-০ গোলে ড্র হয়।

আজ ৬ জুলাই বিকালে সেমিফাইনাল পর্বে ওল্ড প্লাসিডিয়ান এসোসিয়েশন বনাম সাউথ এন্ড ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাব বনাম কোয়ালিটি এস.সি (ব্লুজ) পরস্পরের মোকাবেলা করবে।

এদিকে একই মাঠে ২য় বিভাগ হ্যান্ডবল লিগের ৭টি খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় বি সি আই সি ক্রীড়া সংসদ ৬-০ গোলে হালিশহর লাকী ক্লাবকে, অছি ক্লাব ৩-০ গোলে বাংলাদেশ রেলওয়ে র‌্যাঞ্জার্সকে, নোয়াপাড়া লায়ন্স ক্লাব ৭-২ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রীনকে, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে আবেদীন ক্লাবকে, পাঁচলাইশ যুব সংঘ ৫-০ গোলে মাদারবাড়ী উদয়ন সংঘকে এবং বার্ডস স্পোর্টিং ক্লাব ১৭-৫ গোলে শতাব্দী গোষ্ঠীকে পরাজিত করে। চট্টগ্রাম ফুটবল ক্লাব বনাম কল্লোল সংঘ গ্রীনের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়।

পূর্ববর্তী নিবন্ধহারের সঙ্গে শাস্তিও পেলো ভারত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের মেয়েদের কোচ হলেন চন্দরপল