চট্টগ্রাম সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্লাসিডিয়ানস্ এসোসিয়েশনের (ওপিএ) উদ্যোগে ওপিএ বিজয় দিবস ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট গতকাল সেন্ট প্ল্যাসিড’স স্কুলের বাস্কেটবল কোর্টে শুরু হয়। ওপিএ কার্য্যকরী পরিষদের সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক ওপিএন ইঞ্জিঃ আবু মোঃ রাশেদ চৌধুরীর সভাপতিত্বে ও কার্য্যকরী পরিষদের সাধারণ সম্পাদক ওপিএন আবু মোঃ সাজেদ চৌধুরী ও প্রাক্তন সাধারণ সম্পাদক ও ওএলএস কোষাধ্যক্ষ ওপিএন মোহাম্মদ আনিছ উল্লাহ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট প্ল্যাসিড’স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ওপিএ প্যাটরন এবং টুর্নামেন্টের আহ্বায়ক ব্রাদার সুব্রত লিও রোজারিও, সিএসসি।
বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস এর সহ সভাপতি ও ওএলএস সম্পাদক ওপিএন মোহাম্মদ হাফিজুর রহমান, প্রাক্তন সভাপতি ওপিএন মোহাম্মদ ইয়াকুব, ওপিএন প্রসেনজিত দত্ত (রাজু), ওপিএ কার্য্যকরী পরিষদের কোষাধ্যক্ষ ওপিএন কলিন ডায়েস, সদস্য ওপিএন মহিউদ্দৌলা, ওপিএন আসিফ ইকবাল, প্রাক্তন কোষাধ্যক্ষ ওপিএন ইমরুল কায়েস, ওপিএ সদস্য ওপিএন নুরুন্নবী চৌধুরী, ওপিএন আসহাব উদ্দিন, ওপিএন এডঃ গৌতম চক্রবর্তী ও আরও অনেকে।
মোট ৯ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। দল গুলো হল ঢাকা থেকে আগত সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজ, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজ, চট্টগ্রামের সেন্ট প্লাসিড্স স্কুল এন্ড কলেজ (এ) ও (বি) টিম, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল (এ) ও (বি) টিম, উইলিয়াম ক্যারী স্কুল (এ) ও (বি) টিম। পরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রথম দিনে মোট ৫টি খেলা সম্পন্ন হয়। আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বিকাল ৫ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।