ওপিএ বাস্কেটবল টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

| শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

সিজেকেএস এশিয়ান গ্রুপ বাস্কেটবল লিগ উপলক্ষে ওপিএ বাস্কেটবল টিমের জার্সি উন্মোচন করা হয় গতকাল ১৫ জুন। অনুষ্ঠানে ওপিএ কার্যকরী পরিষদের সভাপতি ওপিএন প্রকৌশলী আবু মো. রাশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ওপিএন রিজভী রহমান, অর্থ সম্পাদক ওপিএন সাইদুল আজম খাঁন, ১ম যুগ্ম সম্পাদক ওপিএন তানভীর তাওসীব তাসকিন, ওপিএন হাসান রিয়াজ চৌধুরী, ওপিএ সিজেকেএস স্পোর্টস কনভেনর ওপিএন জিকু চৌধুরী, ওপিএন রেজাউর রহমান, ওপিএন আবু সাঈদ চৌধুরী, ওপিএন মো. আনিস উল্লাহ, ওপিএন ইমরুল কায়েস, ওপিএন সৈয়দ মো. তানসির তাইমুর মোর্শেদ, কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। ওপিএ সিজেকেএস কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি ওপিএন ড. মাশফিক আহমেদ চৌধুরী, প্রাক্তন সভাপতি ওপিএন প্রসেনজিৎ দত্ত (রাজু), ওপিএ ইসি মেম্বার ও সিজেকেএস ভাইস প্রেসিডেন্ট ওপিএন মো. হাফিজুর রহমান। উক্ত সভায় ওপিএন রিজভী রহমানকে ওপিএ টিমের ম্যানেজার এবং ওপিএন ইশতিয়াক করিম শাফিনকে কোচ নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু