ওপিএ আনন্দ মেলা

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

সেন্ট প্লাসিড্‌স স্কুলে অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্লাসিডিয়ানস্‌ এসোসিয়াশেন (ওপিএ) এর দ্বারা পরিচালিত ওপিএ লিটারেসি স্কুল (ওএলএস) যেখানে আশেপাশের এলাকার দুস্থ ও গরীব ছাত্রদের সম্পূর্ণ বিনা খরচে শিক্ষা প্রদান করা হয়। ওএলএস-এর তহবিল সংগ্রহের উদ্দেশে দিনব্যাপী ওপিএ আনন্দ মেলা গত ২৮ অক্টোবর সেন্ট প্লাসিড্‌স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি ছিলেন সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ওপিএ প্যাটরন ব্রাদার সুব্রত লিও রোজারিও সিএসসি, ডিসি (দক্ষিণ) সিমপি মোস্তাফিজুর রহমান, প্রাক্তন সভাপতি ওপিএন প্রসেনজিত দত্ত, আইপিপি ওপিএন ওয়াসিম শরীফ, ওল্ড স্কলাসটিকানস এসোসিয়াশেন (ওএসএ) এর সভাপতি ওএসএন মেহবুবা আহসান ও কাউন্সিলর পুলক খাস্তগীর। প্রথমে অথিতিদের বিএনসিসি, স্কাউট ও ব্যান্ড দল সম্মিলিত গার্ড অব অনার প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রাথমিক সূচনা করা হয়। ওপিএ সভাপতি ওপিএন ইঞ্জিনিয়া আবু মো. রাশেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। আহ্বায়ক এরল গোমেজ ও মুর্তজা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ওপিএর জিএস আবু মো. সাজেদ চৌধুরী এবং ফান ফেয়ার অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ আনিছ উল্লাহ।

প্রধান অতিথি সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, আর্ত-মানবতার স্বার্থে সমাজের এই বিশেষ সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের জন্য পরিচালিত ওপিএর এই মহৎ ওএলএস প্রকল্পটি ভুয়সী প্রশংসা করেন। সেসাথে তা চলমান রাখার জন্য ওপিএনদের বিশেষ অনুরোধ জানান। পরে অতিথিবৃন্দ কেক কেটে ও বেলুন উড়িয়ে ওপিএ আনন্দ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সন্ধ্যায় র‌্যাফেল ড্র ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের ছাত্র-ছাত্রীদের একেএস প্ল্যান্ট পরিদর্শন
পরবর্তী নিবন্ধইউএসটিসির ১৮৪তম সিন্ডিকেট সভা