চট্টগ্রামের সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ান্স এসোসিয়েশনের (ওপিএ)’র ৩৫তম বার্ষিক সাধারণ সভা সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে গত ১১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। এতে প্রধান আহ্বায়ক– স্কুলের প্রধান শিক্ষক ও ওপিএ প্যাট্রন–ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসির পরিচালনায় ২০২৫ সালের এক্সিকিউটিভ কমিটির ভোট গ্রহণ করা হয়। ভোট শেষে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি সদস্যরা হলেন প্যাট্রন– ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসি, সভাপতি – ওপিএন মোহাম্মদ ইয়াকুব, প্রথম সহ–সভাপতি ওপিএন মো. ফসিউদ দৌলা খান, দ্বিতীয় সহ–সভাপতি ওপিএন আসিফ আহমেদ, সাধারণ সম্পাদক ওপিএন মো. আসিফ ইকবাল জনি, ১ম যুগ্ম সম্পাদক ওপিএন ইসতিয়াক ভিকি, কোষাধ্যক্ষ ওপিএন মো. ইকরাম, সহ কোষাধ্যক্ষ ওপিএন কৌশিক রায় চৌধুরী, দ্বিতীয় যুগ্ম সম্পাদক ওপিএন ইমানুয়েল গোমেজ রিকি, অন্যান্য সদস্য ওপিএন মোসাদ্দেক আহমেদ শরীফ, ওপিএন মো. মাহাবুবুর রহমান চৌধুরী, ওপিএন হামিদ ইসমাইল খান, ওপিএন মো. ইমরান মিয়া চৌধুরী, ওপিএন জোসেফ ডায়েস, ওপিএন মো. আনোয়ারুল ইসলাম, ওপিএন মো. আব্বাস, ওপিএন মো. গিয়াস উদ্দিন চৌধুরী জেবিন, ওপিএন অ্যাডভোকেট ফাহিম উদ্দিন চৌধুরী, ওপিএন মো. ইশতিয়াক করিম শাফিন। প্রেস বিজ্ঞপ্তি।