ওপিএর ইফতার ও দোয়া মাহফিল

| রবিবার , ১ মে, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

 

চট্টগ্রামের সেন্ট প্লাসিড্‌স স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্লাসিডিয়ানস্‌ এসোসিয়াশেনের (ওপিএ) আয়োজনে সংগঠনের আজীবন সদস্যদের জন্য ইফতার ও দোয়া মাহফিল গত ২৩ এপ্রিল রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

ওপিএ সভাপতি ওপিএন ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওপিএন আবু মোহাম্মদ সাজেদ চৌধুরীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন শরীফ হতে তেলাওয়াত করেন সাবেক যুগ্ম সম্পাদক ওপিএন জুবায়ের হোসেন।

এরপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আহবায়ক ওপিএন মোসাদ্দেক আহমেদ শরীফ, প্রাক্তন সভাপতিদের মধ্যে ওপিএন রোসাঙ্গির (বাচ্চু), ওপিএন মাশফিক আহমদে চৌধুরী, ওপিএন মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, ওপিএন প্রসেনজিত দত্ত, ওপিএন মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।

এরপর ওপিএন মাশফিক আহমদে চৌধুরী প্রয়াত সকল ওপিএনদের রুহের মাগফেরাত কামনা ও জীবিত সকলের সুস্থতা ও সুখ সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন।

প্রায় ৫৫০ জন ওপিএর আজীবন সদস্য উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। পরিশেষে আসন্ন সিজেকেএস বাস্কেবল লীগে অংশগ্রহণকারী ওপিএর খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা শ্রমিক লীগের মতবিনিময়
পরবর্তী নিবন্ধহালদায় এক হাজার মিটার জাল জব্দ