ওপিএ’র ইন্টার ওপিএন বাস্কেটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সেন্ট প্লাসিড্‌স স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড প্লাসিডিয়ানস্‌ এসোসিয়েশন (ওপিএ ) আয়োজিত আর্চবিশপ, ব্রাদার্স ও টিচার্স মেমোরিয়াল ইন্টার ওপিএন ফেলোশিপ বাস্কেটবল টুর্নামেন্ট গত ১৬ ডিসেম্বর সেন্ট প্লাসিডস্‌্‌ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে শুরু হয়ে গত ১৮ই ডিসেম্বর শেষ হয়। মোট ৬টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে প্ল্যাসিডিয়ানস’ নাইটস ৫৮-৫৫ পয়েন্টে প্ল্যাসিডিয়ানস’ ওয়ারিয়রসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্ল্যাসিডিয়ানস’ ওয়ারিয়রসের অর্নব ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। ওপিএ সভাপতি ওপিএন প্রসেনজিত দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওপিএন মোহাম্মদ আনিছ উল্লাহর সঞ্চালনায় সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট প্লাসিডস্‌ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ব্রাদার সুব্রত লিও রোজারিও সিএসসি। বিশেষ অতিথি ছিলেন ওপিএ এর প্রাক্তন সভাপতি ও সাবেক উপাচার্য ইডিউ এবং ভিজিটিং স্কলার সি াইইউ ওপিএন এ কাইয়ুম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর এবং ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ চৌধুরী বিপ্লব। এছাড়াও টুর্নামেন্টের আহবায়ক ওপিএন তানসির তৈমুর মোর্শেদ, ওপিএ ইসি মেম্বার যুগ্ম সম্পাদক ওপিএন জোবায়ের হোসাইন, ট্রেজারার ওপিএন ইমরুল কায়েস, সদস্য-ওপিএন ডেভিড পিনহারিও, ওপিএন ওয়াসিম শরীফ, ওপিএন সজল কান্তি চৌধুরী এবং ওপিএন রায়হান মোর্শেদ প্রাক্তন, সিনিঃ ওপিএন সিলভাস্টার বার্নাভেট ও ওপিএন সিডনী টি রবার্টসন, ওপিএন আবু মো. সাজেদ চৌধুরী ও ওপিএন রিয়াজ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধআবারো অলিম্পিক এ্যাসো’র নির্বাহী সদস্য নির্বাচিত সিরাজউদ্দিন মো. আলমগীর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে বাঁশখালীর জয়