ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্টের সাত দিনের কর্মশালার সমাপনী

আজাদী প্রতিবেদন

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সাত দিনের কর্মশালা শেষ হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হয়। কর্মশালায় মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। শিক্ষার্থীরা তিনটি দলে বিভক্ত হয়ে ওড়িশী নৃত্যের পদ গুরুবন্দনা, সরস্বতী বন্দনা ও গুরু বন্দনা পরিবেশন করেন।

অনুষ্ঠানে সেন্টারের সভাপতি একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, প্রমা অবন্তী ও তার প্রতিষ্ঠান বাংলাদেশের নৃত্যচর্চাকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। সাত দিনব্যাপী এ কর্মশালায় যারা অংশ নিয়েছেন, তারা ভবিষ্যতে বাংলাদেশে শুদ্ধ নৃত্যচর্চা প্রচার ও প্রসারিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

. অনুপম সেনের সভাপতিত্বে ও নাট্যজন কঙ্কন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, নাট্যকার সনজীব বড়ুয়া, প্রতিষ্ঠানের পরিচালক ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী ও সাধারণ সম্পাদক কুন্তল বড়ুয়া। অনুষ্ঠানে আবহ প্রক্ষেপক হিসেবে ছিলেন অভ্র বড়ুয়া ও সুমেধ বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে মাতলামি, যুবকের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু