হাটহাজারীতে গাছ থেকে পড়ে সৈয়দ মোহাম্মদ সামুন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈয়দ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সামুন একই এলাকার মৃত সৈয়দ আবুল কাসেমের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘরের পাশে আম পাড়তে গাছে উঠেন সামুন। এ সময় অসাবধানতাবশত ওই আম গাছের ঢাল ভেঙে মাঠিতে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য এসএম মাহবুব আলম সাজু ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সামুন কয়েক বছর পূর্বে প্রবাস থেকে দেশে ফিরে আসেন। তিনি দুই সন্তানের পিতা। তার মা ঢাকায়। তার মায়ের শনিবার (গতকাল) দুপুরের দিকে অপারেশন হবার কথা ছিলো। ওটিতে প্রবেশ করানোর একটু আগে ছেলের এমন করুণ মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।