অবস্টেটরিক্যাল অ্যান্ড গাইকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি’র) উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন গত ২৫ এপ্রিল নগরীর রেডিসন ব্লু হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের প্রায় আড়াই শতাধিক স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের অন্যতম স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. শাহানা বেগমকে ওজিএসবি’র সম্মাননা প্রদান করা হয়।
চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক। এছাড়া ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি ডা. কামরুন নেছাসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।