ওজন না কমালে অবসর!

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

 

আসামে পুলিশ সদস্যদের ওজন কমাতে বলল রাজ্য সরকার। ওজন না কমালে স্বেচ্ছায় যেতে হবে অবসরে। রাজ্যের শীর্ষ এক পুলিশ কর্মকর্তা বলেন, আগস্টের মাঝামাঝি সময় থেকে পুলিশ সদস্যদের স্থূলতা নিরূপণের মাপকাঠি বডি মাস ইনডেক্স (বিএমআই) রেকর্ড করা শুরু হবে। এরপর ‘স্থূল’ ক্যাটাগরির কর্মকর্তাদের ওজন কমাতে বা স্বেচ্ছায় অবসর নিতে নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হবে। খবর বাংলানিউজের।

আসাম পুলিশের মহাপরিচালক জিপি সিং বলেন, যাদের মেডিকেল শর্তের আওতায়, তাদের ছাড় দেওয়া হবে। তিনি এক টুইটে বলেন, বাহিনীর মধ্যে তিনিই প্রথম বিএমআই রেকর্ড করাবেন।

পূর্ববর্তী নিবন্ধভারত সাগরে চীনের নৌকা ডুবে নিখোঁজ ৩৯
পরবর্তী নিবন্ধবাড়ি খালি করতে মাত্র ৫ মিনিট সময় দিয়েছিল ইসরায়েল