ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিতে সকলকে সচেতন হতে হবে

বিএসটিআইয়ের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। পরিমাপের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করে একটি সমতা ও টেকসই উন্নয়নমুখী বিশ্ব গঠন করা এ দিবস উদযাপনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের সভাপতি উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মো. গোলাম রাব্বানী বিশ্ব মেট্রোলজি দিবসের তাৎপর্য ও বিএসটিআই’র কার্যক্রম তুলে ধরেন। আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ওজন ও পরিমাপ নিয়ে সমস্যা শুধু বাংলাদেশের নয়, বরং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এ সমস্যা আরও প্রকট। দেশের বিভিন্ন অঞ্চলে মেট্রিক পদ্ধতি ব্যতীত ভিন্ন ভিন্ন এককে ওজন পরিমাপ করায় পণ্য ক্রয় বিক্রয়ে শুধু বিভ্রান্তিরই সৃষ্টি হয় না বরং প্রতারণারও সুযোগ তৈরি হয়। বাংলাদেশে একজন সৎ ব্যবসায়ীকেই বরং সমস্যায় পড়তে হয়, কারণ অসৎ পথে যারা চলে তারা নিয়ম ভাঙার সুযোগ সুবিধা নিয়ে ফেলে। তাই ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে আমাদের সকলকেই সচেতন হতে হবেশুধু ব্যবসায়ী বা উৎপাদক নয়, ভোক্তারাও এর বাইরে নন। এক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির সক্রিয়তা ও কার্যক্রমের ফলে দেশে ওজন ও পরিমাপ সংক্রান্ত অনেক সমস্যারই সমাধান সম্ভব হয়েছে। তবে শুধু বিএসটিআইএর প্রচেষ্টাই যথেষ্ট নয়, আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল মনোভাবও জরুরি। তিনি সবাইকে নিজের জায়গা থেকে অন্যকে ওজনে কম না দেওয়ার এবং অন্যের কাছ থেকে পণ্য সঠিক পরিমাণে বুঝে নেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন। মুক্ত আলোচনায় অংশ নেনে চট্টগ্রাম ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল আব্দুল্লাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ্‌, মো. রিফাত মাহমুদ, সুভাষ প্রিয় চাকমা, নজরুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, মো. জুনায়েদ উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং এডভান্স সিটির কমিটি গঠন ও মাসিক সভা
পরবর্তী নিবন্ধমহাসড়ক ছয় লেনের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন