ওজনে কম দেয়ায় জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

ওজনে কম দেয়া এবং বিএসটিআই ছাড়পত্র ছাড়া শিশু খাদ্য বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরীর চকবাজারে বিএসটিআইয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এই জরিমানা আদায় করেন। বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ ব্যতীত শিশু খাদ্য পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় শাহজালাল সুপার স্টোরকে পাঁচ হাজার টাকা এবং ওজনে কম দেয়ায় মেসার্স মামুন পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে চকবাজারের মেসার্স চিটাগাং ফুড এবং চিটাগাং ব্রেড অ্যান্ড কনফেকশনারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের ব্যাপারে সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধওয়াসা মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধমহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলালের স্ত্রীর ইন্তেকাল