ওজনে কম দেওয়ার অপরাধে কর্ণফুলী উপজেলার দুটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে লোগো ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত করায় একটি বেকারিকে জরিমানা ও অন্য একটি বেকারিকে সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার কর্ণফুলী উপজেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) রাজীব দাশগুপ্ত এবং পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান অংশ নেন।
বিএসটিআই চট্টগ্রামের সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ দৈনিক আজাদীকে বলেন, ওজনে কম দেওয়ায় শিকলবাহা ক্রসিং এলাকার আমিন উল্লাহ ট্রেডিং কর্পোরেশন ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা এবং মইজ্জার টেক কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রি, সনদ ছাড়া লোগো ব্যবহার করায় বার আউলিয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া আধুনিক বেকারি নামের আরেকটি খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।