ওচমান বিন আফফান মাদ্রাসায় হিফজ সম্পন্নকারীদের পাগড়ি প্রদান

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নুরী বলেছেন, আলকুরআন মানবজাতির জন্য হিদায়তের একমাত্র নির্ভুল কিতাব এবং এক চিরস্থায়ী সংবিধান, শুধুমাত্র তিলাওয়াত ও মুখস্থ কার জন্য আল্লাহতালা কুরআনুল করিমকে নাজিল করেননি, বরং ব্যক্তি,পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রগঠনের পথনির্দেশনাও আলকুরআনে বিদ্যমান। মাওলানা নূরী গত ৩০ নভেম্বর চট্টগ্রাম স্টেশন রোডস্থ হযরত ওচমান বিন আফফান (রা.) হিফজ একাডেমী আয়োজিত হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান, নতুনদের ছবকদান এবং অভিভাবক সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। আলহাজ জাকির হোসেনের সভাপতিত্বে ও মাওলানা ইউছুপ বাহার যুক্তিবাদীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহ মুহাম্মাদ জমির উদ্দীন, অধ্যক্ষ নূরুন্নবী, মুহাম্মদ আলী হোসেন, তৌহিদুল আলম, মঞ্জুরুল হক চৌধুরী, মুহাম্মদ আলমগীর, হাফেজ আব্দুল মালেক, আবুল কালাম, শিহাব উদ্দিন, নাজিম উদ্দীন প্রমুখ। প্রধান আলোচক আল্লামা মামুনুর রশীদ নুরী আরো বলেন, বর্তমান সময়টা হচ্ছে আধুনিক প্রযুক্তির, তবে খুবই সেনসেটিভ কারণ এসব প্রযুক্তিগুলো কোমলমতি শিশুদের অতিসহজেই বিপদগামী করে তুলতে পারে। তাই হিফজুল কুরআনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ সাধনের মাধ্যমে চারিত্রিক সৌন্দর্যে সুশোভিত করে গড়ে তুলতে না পারলে পশ্চিমাদের চরিত্র বিধ্বংসী প্রবল স্রোতে ভেসে যাওয়ার আশংঙ্খা রয়েছে। শেষে মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির নতুন জেলা প্রশাসক হাবিব উল্লাহ
পরবর্তী নিবন্ধসাংবাদিক মো. মাহবুব উল আলমের দাফন সম্পন্ন