দেশের উভয় স্টক এক্সচেঞ্জের সদস্য আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে। আইল্যান্ড সিকিউরিটিজকে এই সেবা দেবে দেশীয় প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড। গতকাল মঙ্গলবার নগরীর আগ্রাবাদের চৌমুহনীস্থ ফারুক চেম্বারে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ও কোয়ান্ট ফিনটেকের পরিচালক মো. জাবেদ হোসেন। চুক্তির শর্ত অনুসারে, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ও সিএসইর লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার সিস্টেম দেবে। এর ফলে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক (অর্থ) মোহাম্মদ নাকিম উদ্দিন নিশাদ, কোয়ান্ট ফিনটেকের পরিচালক মো. আহসান উল্লাহ রাজুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।