ওই মায়ায় ছায়ায়

মো: হাসিবুল আলম | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

সারা রাত তুমি পাহারা দিলে

সারাটি রাত,

আচ্ছা জান, তুমি কিসে মজে ছিলে?

ক্ষয়ে খসে অতলে ডুবে যাওয়া অন্ধকার

নাকি আশ্বাসের সাধে ভরা মায়া

ওই মায়াময় প্রাগৈতিহাসিক মিষ্টি চাঁদ

আমি ওই মায়ার ঘুমেই

সারা দিন আমি পাহারা দেই সারাটা দিন

তুমি কি জানো আমি কিসে মজে আছি?

চকচকে রোদে পুড়ে ঝলসে যাওয়া বোধ,

নাকি সুদীর্ঘ অন্ধকারের পর মিষ্টি আলোর কায়া

ওই তপ্ত রোদে তোমার ক্লান্ত ঘুমে আমার শরীরের বিশ্বাসী ছায়া

তুমি ওই ছায়ার ঘুমেই

ওই মায়ায় ছায়ায় হারায় খুঁজে পায় আমাদের আঙুলে আঙুল,

জীবন জোড়া হাতে হাত।

ওই মায়ায় ছায়ায় আজীবনের পাশে ঘেষে থাকা

শেষ হওয়ার আগের আমাদের প্রতিটি দিনরাত!

পূর্ববর্তী নিবন্ধপাথর শিলা
পরবর্তী নিবন্ধঅরূপ মাধুরী