আধ্যাত্মিকতা ও সুফি ভাবাদর্শের মত পথে পরিচালিত ধ্যান গবেষণামূলক সংগঠন বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সুফি গবেষক সাংবাদিক নুর মোহাম্মদ রানার নেতৃত্বে ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে রাষ্ট্রের চলমান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম আকাশ, ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মাস্টার আবুল হোসেন, যুগ্ম মহাসচিব ইলিয়াস সোহেল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এ মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী।
প্রাসঙ্গিক আলোচনায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার প্রতিনিধিদের বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসে মানবিক ও নীতি আদর্শের উপর অটল থেকে দেশের স্বার্থে যৌক্তিক দাবি ও আন্দোলন করতে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা সুফিবাদী ঐক্য ফোরামের যুক্তি ও দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি এবং বিষয়গুলো নিয়ে আলাদা করে বিবেচনা অবশ্যই করবো। তিনি আরও যুক্ত করেন যে সুফি গবেষণা ও উক্ত ভাবাদর্শের বাহিরে ব্যক্তি কোনদিন দিশা খুঁজে পাবে না। ঐশ্বরিক চেতনা ও চিত্তবান মানুষ সমাজ দেশ বিনির্মাণে সুফিজমের কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।