ঐশীধারা

আশফাকুর রহমান বিপ্লব | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

ঝাড়বাতির আকাশ ভরা

মেরাজ মাসের রাতে

ঐশীধারার বৃষ্টি ঝরে

সবার ঘরের ছাদে।

ধ্যান রাতের জাগ্রতা

অন্ধ মনের অন্নতা।

অবাধ্য কালোকিত জ্বীন

জিন্দা মুর্দা ভীত রাতে

জাদুকরনির মন্ত্রণা ও

হিংসুক ও নিন্দুক হতে।

দিন ছাড়া রাত নয়

ফজরের আলোতে

দিবাগত দিন হয়।

পূর্ববর্তী নিবন্ধশীতফুল
পরবর্তী নিবন্ধঅনুভূতি অন্যরকম