ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় চাটগাঁ ভাষার গুরুত্ব অপরিসীম

চাটগাঁ ভাষা পরিষদের সভায় ডা. মঈনুল

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চাটগাঁ ভাষা পরিষদ আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভা গত ১০ এপ্রিল জামালখানস্থ চাটগাঁভাষা পরিষদ কার্যালয়ে পরিষদের সহসভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, সঙ্গীত পরিচালক জেকব ডায়েস ও ইকবাল হায়দার, নারী উদ্যেক্তা লায়ন সেতারা গাফ্‌ফার, এসএম শফিউল হক, অ্যাডভোকেট আয়েশা হেভেন, উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস, উদ্যোক্তা ফারহানা হক, অ্যাডভোকেট ফাহিম শরীফ খান, শেখ মোজাফ্‌ফর আহমদ, বিনোদ দাশ, মাহবুল কাদের চৌধুরী, নাট্যকার মোস্তফা কামাল যাত্রা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, পরিষদের সহ কোষাধ্যক্ষ সরোজ কান্তি দাশ, জাহের মোহাম্মদ আলাউদ্দিন খান প্রমুখ।

মতবিনিম সভায় চাটঁগা সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সঙ্গীত শিল্পী মিলন আচার্য্য পরিষদের থিমসং পরিবেশন করেন। এছাড়াও সঙ্গিত শিল্পী রবি চৌধুরী ও ইকবাল হায়দার চাটগাঁ’র আঞ্চলিক ভাষায় গান পরিবেশন করেন। সভাপতির বক্তব্যে ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় চাটগাঁ ভাষার গুরুত্ব অপরিসীম। এই ভাষা রক্ষা ও প্রচলনে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আমাদের সামজিক জীবনে অন্যান্য ভাষার পাশাপাশি চাটগাঁ ভাষা প্রচলন ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্পের কথা’
পরবর্তী নিবন্ধবিএনপির রাজনীতি দেশ ও মানুষের জন্য