ঐতিহ্যে হাতপাখা

উম্মে সালমা | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। নির্ঘুম রাত কাটায় মানুষ। এ গরমের একমাত্র সঙ্গী হাতপাখা। হাতপাখা হচ্ছে গরমে বিশেষত গ্রীষ্মকালে প্রশান্তির জন্য ব্যবহৃত হাতে চালিত পাখা। এটি বাংলাসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ। গ্রামের মা, দাদি, নানিরা পাখা বানাতেন, এসবে ফুটে উঠত তাদের রুচি, মন, চিন্তাচেতনার শৈল্পিক প্রকাশ। তালপাতা বা বাঁশ, বাঁশের কঞ্চি ও সুইসুতা হলো হাতপাখার উপকরণ। প্রথমে তিনচার ঘণ্টা পানিতে ভিজিয়ে অথবা রোদে রাখা হয় পাতা। তারপর সেই পাতাকে সুবিধামত আকারে কাটা, সরু লম্বা কাঠি দিয়ে বাঁধা, রং করা প্রভৃতি পর্বের মধ্য দিয়ে পাখা তৈরি হয়। কেবল তালপাতা দিয়েও পাখা তৈরি করা যায় এতে অতিরিক্ত হিসেবে কেবল সুতার প্রয়োজন হতে পারে যদিও সুতা ছাড়াও তালপাতার পাখা তৈরি সম্ভব। একটি তালপাতা থেকে একাধিক পাখা তৈরি করা যায়।

বর্তমানে তালগাছ কমে আসা ও সর্বত্র বিদ্যুতের সরবরাহ থাকায় এর উৎপাদন কমে গিয়েছে। তবে আধুনিক সময়ে প্লাস্টিকের তৈরি হাতপাখাও পাওয়া যায় যা সাধারণত কলের তৈরি।

পূর্ববর্তী নিবন্ধআমি মানুষ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের নৈতিক জীবন গঠনে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ