পদশের প্রাচীনতম এবং স্বাধীন দেশের প্রথম সংবাদপত্র ‘দৈনিক আজাদী’ ৬৫ তম বর্ষে পদার্পণ করেছে। এই আনন্দময় দিনে প্রিয় আজাদী‘র জন্য প্রাণঢালা অভিনন্দন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে শুরুর দিকে লেটারপ্রেসের ছাপা থেকে শুরু করে প্রযুক্তির উৎকর্ষতায় ক্রমান্বয়ে অফসেট প্রিন্টিং সেই সাথে যুগোপযোগী অনলাইন ভার্সনে গণমানুষের চিন্তাচেতনার প্রতিফলনকে পেশাদারিত্বের মাধ্যমে তুলে ধরার সাহসী উদ্যোগের জন্য প্রিয় আজাদী পরিবারের সকল সদস্যদের প্রতি অজস্র ভালোবাসা। নিজেদের কর্মের গণ্ডি শুধু সংবাদ প্রকাশে সীমাবদ্ধ না রেখে দেশের মানুষের কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতায় নানামূখী সেবামূলক উদ্যোগে বিভিন্ন সময়ে প্রাতিষ্ঠানিকভাবে তাঁদের এগিয়ে আসাকে শ্রদ্ধা জানাই। আজাদী চট্টগ্রামের সম্পদ। চট্টগ্রামের মানুষের নির্ভরতার জায়গা। তাইতো আজাদী যেনো আমার পরিবারেরই একজন সদস্য। শৈশব থেকে শুরু করে আজও আজাদীর পাঠক হিসেবেই আছি। বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে যুগের পর যুগ একটি সংবাদপত্র কিভাবে সমাজে কাজ করে চলেছে সবার জন্য তা কেবল আজাদীই অনুকরণীয়। আজাদী‘র সাথে চট্টগ্রামবাসীর আত্মিক সম্পর্ক সবসময়ই রয়েছে। বছরের পর বছর মানুষের সুখে–দুখে পাশে থেকে প্রজন্ম থেকে প্রজন্মের মণিকোঠায় স্থান করে নিতে পারছে তা না হলে এত দীর্ঘ পথ পাড়ি দেয়া কঠিন। আমি নিজেও নব্বই দশক থেকে অনিয়মিত ভাবে টুকটাক লিখালিখির মাধ্যমে মনের ভাব প্রকাশের সাহস করেছি আজাদীর কারণেই। এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি।