ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত ও নেলী সেনগুপ্তের স্মৃতি বিজড়িত দেড়শ’ বছরের পুরনো ভবন কোনভাবেই ভাঙতে দেয়া হবে না উল্লেখ করে ভবনটি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। রহমতগঞ্জের এই ভবনটিতে বিপ্লবীদের স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবিও জানানো হয়। গতকাল চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র গতকাল এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানিয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আলীউর রহমান। এ দাবির প্রতি সংহতি জানান সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, কবি আবুল মোমেন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
লিখিত বক্তব্যে জানানো হয়- দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত ও নেলী সেনগুপ্তের ওই জায়গাটি দেশের ঐতিহ্য কৃষ্টি রক্ষার স্বার্থে সংরক্ষণ করা দরকার। অর্পিত সম্পত্তিটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে হস্তান্তর করে ঐতিহাসিক ভবনটি অক্ষত রেখে পেছনে বহুতল ভবন তৈরি করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি জাদুঘর ও গবেষণা কেন্দ্র গড়ে তোলা এবং ট্রাস্টি বোর্ড গঠনের দাবি জানানো হয়।