ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস আজ

নগর বিএনপির নানা কর্মসূচি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

আজ ‘ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে নগর বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ এবং রক্তদান কর্মসূচি, সকাল ১১টায় জিয়ানগর গমন, বাদ আছর দলীয় কার্যালয়স্থ মসজিদে দোয়া মাহফিল।

এছাড়া সন্ধ্যা ৭টায় নূর আহম্মদ সড়কের নেভালের সম্মুখে চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ৯ নভেম্বর শনিবার বর্ণাঢ্য র‌্যালি করা হবে।

এদিকে র‌্যালি উপলক্ষে গতকাল বিকেলে নগরের নাসিমন ভবন দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান।

গোলাম আকবর খোন্দকার বলেন, ৭ নভেম্বরের চেতনায় গণতান্ত্রিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ জিয়াকে সে সময় সিপাহীজনতা বন্দিদশা থেকে মুক্ত করে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসীন করেছিলেন।

তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৯ নভেম্বর বিকাল তিনটায় নগরীতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। তিনি এই র‌্যালি সফল করতে সর্বস্তরের জনতা ও নেতাকর্মীদের আহ্বান জানান। গোলাম আকবর খোন্দকার মনে করেন দলের নেতাকর্মী সহ সাধারণ জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে এই র‌্যালি চট্টগ্রামে ইতিহাস সৃষ্টি করবে। বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে কাজির দেউড়ি মোড়, লাভ লেইন মোড়, এনায়েত বাজার, তিনপুলের মাথা হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধগিয়াস কাদের ও তার পুত্রসহ ৪ জনকে বিএনপির কারণ দর্শানো নোটিশ