ঐক্য পার্টির মতবিনিময় সভা

| শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

দেশের সামগ্রিক পরিস্থিতিতে আতঙ্কে থাকা মানুষের মাঝে স্বস্তি ফেরাতে রাজনীতিবিমুখ বড় অংশের জনসাধারণকে রাজনীতিতে সক্রিয় হতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগবিএনপিকে প্রতিশোধপরায়ণ মানসিকতা থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ঐক্য পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আব্দুর রহীম চৌধুরী।

সংগঠন প্রতিষ্ঠার তিন বছরে পা রেখে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বাংলাদেশ ঐক্য পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি সর্বজনীন কমিটি গঠনের প্রক্রিয়া ও প্রতিশোধের রাজনীতির গন্ডি থেকে দেশকে বেরিয়ে আনার উপায় তুলে ধরেন। মতবিনিময় সভায় বলা হয়, বিগত প্রায় ১৫ বছর ধরে বাংলাদেশের সবগুলো দল বলতে গেলে দুটি শিবিরে বিভক্ত হয়েছে। বৈধ কিংবা অবৈধ পন্থায়, কৌশল কিংবা চক্রান্ত করে একে অন্যকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করে আসছে। অনুষ্ঠানে বাংলাদেশ ঐক্য পার্টির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার শামসুল আলম মাস্টার, মুক্তিযোদ্ধা ডা. নির্মল কান্তি দাশ, বিরাজ কান্তি চৌধুরী, অরুন তঞ্চঙ্গ, নিলুফার ইয়াছমিন, সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী ও সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাসেদুল আলম, কামরুন নাহার, মোহাম্মদ জাহেদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর ভূর্ষি লোকনাথ সেবাশ্রম মন্দিরে ধর্মসভা
পরবর্তী নিবন্ধউত্তর পতেঙ্গার মাসুম ফকির মসজিদে মেরাজুন্নবী (সা.) মাহফিল