ঐক্য পরিষদ পতেঙ্গা থানার ত্রি-বার্ষিক সম্মেলন

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-পতেঙ্গা থানার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার সকালে উত্তর পতেঙ্গা কাটগড় হিন্দু পাড়ার দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। সম্মেলনে সভাপতিত্ব করেন সুকুমার শীল।

ডা. প্রবীর বড়ুয়ার সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন সংঘবাত ভিক্ষু প্রাক্তন মহাসচিব এস লোকজিৎ মহাথের। সম্মেলনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. মোহন লাল মহাজন, ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সুমন দে, চট্টগ্রাম মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত পালিত, সদস্য মৃদুল কান্তি চৌধুরী।

ত্রি-বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমীর মহাজন লিটন, সাধন নন্দী, অসিত চৌধুরী, বিকাশ শীল, সুনীল দত্ত, উত্তম শীল, অসীম চৌধুরী, প্রণব মজুমদার, তাপস চৌধুরী, সুজন শীল, সাজু মহাজন, কাজল চৌধুরী, রাজেশ শীল, জিকু শীল, কাঞ্চন দাশ, অসীম দেব প্রমুখ। ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় পর্বে সর্বসম্মতিক্রমে কাজল কান্তি লোধকে সভাপতি ও অ্যাডভোকেট অন্তু মহাজনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পতেঙ্গা থানার কার্যকরী পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার বর্ষপূর্তিতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধবাস্থই’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন