ঐক্য পরিষদ দক্ষিণ জেলার প্রতিষ্ঠাবার্ষিকী

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঘোষিত ৭ দফা বাস্তবায়ন করলেই সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিধানসহ বৈষম্য অনেকাংশে কম হবে। তাই অনতিবিলম্বে ৭ দফা বাস্তবায়নের জন্য বক্তারা সরকারের কাছে দাবি জানান। গত ১৯ মে আন্দরকিল্লাস্থ আর্বান ভবনে দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দক্ষিণ জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উৎসবে বক্তারা এ দাবি জানান। তাপস হোড়ের সভাপতিত্বে ও অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিমল মিত্র, অ্যাড. চন্দন বিশ্বাস, সুভাষ চৌধুরী, শ্যামল দাশ, শেখর দত্ত, সাগর মিত্র, তাপস কুমার দে, সুগ্রীব মজুমদার দোলন, সাজীব বৈদ্য, অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, অধ্যাপক নীলুমনি শর্মা, রমা বৈদ্য, রূপসী দাশ, বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশ, ডা. চন্দন দত্ত, রাখাল চন্দ্র নাথ, রাজু দাশ, শম্ভু নাথ সরকার, অ্যাড. সুমন সরকার, অর্ক মিত্র, জুয়েল চৌধুরী, অনুপ দাশ, সন্তোষ নন্দী, গোপাল কৃষ্ণ ঘোষ, অধ্যাপক সুমন পাল, প্রবীন দাশ সুমন, সরোজ চৌধুরী, ডা. প্রবাস চক্রবর্তী, উত্তম দাশ, চিন্ময় দাশ, ক্লিনটন দাশ, বিনোদ বৈদ্য, লিটন মিত্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাপানকে টপকে গাড়ি রপ্তানিতে শীর্ষে চীন
পরবর্তী নিবন্ধআগামী ১ মাসের মধ্যে ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করার তাগিদ