ঐক্য পরিষদ ইপিজেড শাখার সম্মেলন

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ইপিজেড থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সিইপিজেড শ্রী শ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে গতকাল শুক্রবার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উত্তম শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন কমিটির সদস্য সংগঠক চন্দ্রাশীষ ভট্টাচার্য আশীষের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। মহান অতিথি ছিলেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিডিএ বোর্ড সদস্য হাজী জিয়াউল হক সুমন। অতিথি ছিলেন মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, ইপিজেড থানার ওসি আবদুল করিম, মহানগর ঐক্য পরিষদের সহ সম্পাদক বিশ্বজিত পালিত।
উদ্বোধক ছিলেন সিইপিজেড শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত বিপ্লব পারিয়াল। অনুষ্ঠানে গীতা থেকে পাঠ করেন সৌরভ ভট্টাচার্য, ত্রিপিটক পাঠ করেন স্মৃতিরত্ন ভিক্ষু ও বাইবেল থেকে পাঠ করেন পলাশ জাম্বিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিটন চৌধুরী, প্রভাত বড়ুয়া, বাসুদেব সেনগুপ্ত, প্রমোদ জাম্বিল, সানি মারমা, অমর কৃষ্ণ চাকমা, যতন ত্রিপুরা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে প্রভাত বড়ুয়াকে সভাপতি ও চন্দ্রাশীষ ভট্টাচার্য আশীষকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইপিজেড থানা ঐক্য পরিষদের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার