ঐক্যবদ্ধ হয়ে রেজাউলকে বিজয়ী করার আহ্বান

কুতুবদিয়াবাসীর মতবিনিময় সভা

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:১৯ অপরাহ্ণ

চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে চট্টগ্রামস্থ কুতুবদিয়াবাসীর মতিবিময় সভা গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে সমিতির প্রধান উপদেষ্টা শফিউল আলমের সভাপতিত্বে ও নাছির উদ্দিন কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী, কঙবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কঙাবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ এমপি, কঙবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মুকুল। বক্তব্য দেন, রাখেন চবি ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর মোয়াজ্জেম হোসেন, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ গাফ্‌ফার কুতুবী, আওরঙ্গজেব মাতব্বর, মুজিবুল হক বাচ্চু, ওয়াহিদুল আলম শিমুল, মো. কাইয়ুম, কণ্ঠশিল্পী আলাউদ্দিন তাহের, আবু জাফর সিদ্দিকী, অ্যাড. আব্দুল্লাহ হাসান পিকু, সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান মাসুম, জাহেদ আওয়াল, মাহমুদুল করিম, তামজিল। মতবিনিময় সভায় বক্তারা প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধনির্বাচনকালীন রেড ক্রিসেন্টে চিকিৎসাসেবা প্রদান শুরু