বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতকানিয়ায় তিন ভাগে বিভক্ত বিএনপি ভেদাভেদ ভুলে এক মঞ্চে উঠেছেন। কোলাকুলি করে জানান দিচ্ছেন সবাই এখন এক ও অভিন্ন। এ সময় তৈরি হয়েছে আবেগঘন পরিবেশের। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ জুলাই) সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাত উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনের বাড়িতে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি। অতীতের তুলনায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী। মনে রাখবেন সাতকানিয়ায় ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না। সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বলেন, এখন থেকে সাতকানিয়া–লোহাগাড়ায় কোনো একক ব্যক্তির স্লোগান হবে না। শুধু বিএনপি, ধানের শীষ ও তারেক রহমানের স্লোগান হবে। দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, এখন থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সভা–সমাবেশ করব। এ মিলনমেলায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, হাজী রফিকুল আলম, সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নওয়াব মিয়া, জসিম উদ্দিন আব্দুল্লাহ, নুরুল কবির বাদশা, অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, লোকমান হাকিম মানিক, এস. এম. গিয়াস উদ্দিন, গোলাম রসূল মোস্তাক ও বশির উদ্দিন আহমেদ। মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেলিম উল্লাহ, এহসান মৌলা, অ্যাডভোকেট ওমর চৌধুরী, অ্যাডভোকেট মানিক, সরওয়ার কামাল চেয়ারম্যান, শাহাবুদ্দিন রাশেদ, মো. হাসান, মো. শফি, মো. ইলিয়াস, জুনাইদুল হক মাকসুদ, মো. আরিফ, নাঈমুল আলম খোকন, মহিবুল হক আতিক ও মো. মহিউদ্দিন সাগর। প্রেস বিজ্ঞপ্তি।