চব্বিশের গণআন্দোলন সমাজে একটি নতুন ‘নৈতিক জাগরণ দিয়েছে’ বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখিয়ে দিয়েছে যে অন্যায় ও দমন–পীড়নের কাঠামো স্থায়ী নয়। খবর বিডিনিউজের।
আন্দোলন পরবর্তী দেশকে নতুন পথ দেখাতে চারটি অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও আত্মশুদ্ধি, দুর্নীতিবাজ ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরপেক্ষ আইনগত ব্যবস্থা, স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠন এবং গণমাধ্যম–নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। রাষ্ট্র ও সমাজ যখন একই লক্ষ্য নিয়ে কাজ করবে, তখনই দুর্নীতি ও অন্যায়ের এই ‘দুষ্টচক্র’ ভাঙা সম্ভব হবে।
গতকাল বিকালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।












