ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সামাজিক ব্যাধি নির্মূল সম্ভব

হিলফুল ফুযুল শান্তি সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী

| মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পটিয়ার শিক্ষা, সেবা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘ। গত শুক্রবার পটিয়া শান্তিরহাটস্থ একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনাইদ হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরিচালনা পর্ষদের কেন্দ্রীয় সচিব মুহাম্মদ জামাল উদ্দিন রব্বানী।

অতিথি ছিলেন থানামহিরা ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাজী মুহাম্মদ আলম, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, মাস্টার আনোয়ার হোসেন, মোমিনুল হক বাবুল, শফিউল আজম বাদশাহ, মাস্টার মুহাম্মদ সেলিম, ইমরান হোসেন, মুহাম্মদ বেলাল, আরিফ উদ্দিন, শহীদুল ইসলাম, রায়হান ফারুকী, সাবেক সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ, মুহাম্মদ শাহিদুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আরমানুল ইসলাম মানিক। এসময় বক্তারা বলেন, সমাজে প্রচলিত সামাজিক ব্যাধি দূর করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সামাজিক ব্যাধি নির্মূল সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন আবদুর রহিমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবাঁশখালী মিনজিরতলা ফয়জুল উলুম তালিমুল মাদ্‌রাসার বার্ষিক সভা