সাতকানিয়ায় বিএনপির ঐক্যবদ্ধ মিলন মেলার চতুর্থ আসরে বক্তারা বলেছেন, “সাতকানিয়া উপজেলার অলি-গলি বিএনপির মজবুত ঘাঁটি। লোহাগাড়া উপজেলায়ও বিএনপি অপ্রতিদ্বন্ধী শক্তি। কিন্তু এই দুটি উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন দল-উপদলে বিভক্ত থাকার কারণে দল কাংখিত বিজয় অর্জণ করতে পারে না। দলের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রাম-১৫ আসনে আগামী নির্বাচনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত মিলন মেলায় বক্তারা এসব কথা বলেন।
ইতিপূর্বে মুজিবুর রহমান চেয়ারম্যান ও অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিনের বাড়ীতে দুইটি মিলন মেলা অনুষ্ঠিত হয়। আগামী ৫ আগস্ট বিকাল তিনটায় সকল গ্রুপের নেতা-কর্মীদের অংশগ্রহণে সাতকানিয়া উপজেলা চত্বর থেকে সম্মিলিত মিছিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেনের উদ্যোগে ও সভাপতিত্বে আয়োজিত আজকের মিলন মেলায় তিনি বলেন,
“আমরা যদি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে প্রাধান্য দিই, তবে সাতকানিয়া-লোহাগাড়ায় আর কেউ আমাদের বিজয় ঠেকাতে পারবে না। আমাদের আসল শক্তি ঐক্য—এই ঐক্য ধরে রাখতে পারলেই আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির বিজয় শুধু সম্ভবই নয়, নিশ্চিত।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি পরিবার, এখানে বিভাজনের কোনো স্থান নেই। তৃণমূলের শক্তি, অভিজ্ঞ নেতৃত্ব ও নবীনদের উদ্দীপনা একসাথে কাজ করলে দল আবার মাথা উঁচু করে দাঁড়াবে।”
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য হাজী রফিকুল আলম ।
সভাটি সঞ্চালনা করেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক।
বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল কবির, এহসান মৌলা, নওয়াব মিয়া, আবু তাহের বিএসসি, নাজিম উদ্দিন, আবুল কাশেম, আহমদুল হক সিকদার, হাজী আব্দুস সামাদ, মোহাম্মদ রফিক, এইচ এম রফিক, হারুনুর রশিদ, মিজানুর রহমান টিপু, আকবর হোসেন, আনোয়ার হোসেন, তসলিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইউনুছ, আবু ছালেহ, এসএম জাহেদ, শাহজাহান, ইকবাল হোসেন রুবেল, রবিউল হোসেন পারভেজ, মোসলেম উদ্দিন প্রমুখ।