লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে অনুষ্ঠিত লিও–লায়নদের ফেলোশিপ মিটিংয়ে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন বাবুল কান্তি লালা একতার উপর গুরুত্বারোপ করে বলেন, ঐক্যবদ্ধ কাজের ফলাফল দীর্ঘতর ও স্থায়ী হয়। তিনি ক্লাবের সকল সদস্যকে ঐক্যবোধকে উপজীব্য করে মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল শুক্রবার লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেক্রেটারি ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের জয়েন্ট সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরীর পরিচালনায় ফেলোশিপ মিটিং অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত নেতৃবৃন্দ মানবতার সেবায় আত্মত্যাগের মাধ্যমে বিগত ৬৫ বছর ধরে যেসব লায়ন নেতৃবৃন্দ তিল তিল করে লায়নিজমের ঝাণ্ডা উড্ডীন করে চলেছেন তাঁদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। লায়ন হাফিজুর রহমানের পরিচালনায় আনুগত্যের শপথ ও লিও ইমদাদুল ইসলাম সৌরভের নেতৃত্বে লিওদের অঙ্গীকার গ্রহণের মাধ্যমে সভা কার্যক্রম আরম্ভ হয়। উপস্থিত লায়ন ও লিও নেতৃবৃন্দ একে একে ২০২৩–২০২৪ সেবাবর্ষের কর্মসূচিসহ ক্লাব পরিচালনার নানান বিষয়ে উন্মুক্ত বক্তব্য প্রদান করেন। প্রতি শুক্রবারের নিয়মিত দাতব্য সেবা কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন বাবুল কান্তি লালার নেতৃত্বে লায়ন ও লিও নেতৃবৃন্দের উপস্থিতিতে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মুবাশ্বেরাতুল জান্নাত, হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করেন ডা. মুকেশ কান্তি বড়ুয়া, ডা. সুভাষ দত্ত ও ডা. শিল্পী চক্রবর্তী। রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করেন সিনিয়র স্টাফ নার্স হোসনে আরা বেগম ও ডা. মো. শহীদুল ইসলাম এবং চিকিৎসাসেবীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করেন লিও ক্লাব অব চিটাগং এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের সদস্যগণ। লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে প্রতি শুক্রবারের নিয়মিত দাতব্য সেবা কর্মসূচিতে অংশগ্রহণ করেন কমপ্লেক্স চেয়ারম্যান রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার্স লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন সাধন কুমার ধর, ক্লাবের সেক্রেটারি ডিজাইনার লায়ন ইসমাইল চৌধুরী, ট্রেজারার লায়ন বাসুদেব সিনহা, ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন অনুপম মজুমদার, লায়ন হাফিজুর রহমান, লিও শেখ মুনতাসির মামুন, লিও ইমদাদুল ইসলাম সৌরভ, লিও এনামুল হক, লিও এ কে মেহেদী, লিও সিয়াম উল্লাহ্ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











