চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে এক স্মরণসভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর অনুসারী–প্রয়াত বদিউল আলম চৌধুরী, সৈয়দ নুরুল হুদা ও এম এ সাত্তারের স্মরণে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রামের সভাপতি মোজাম্মেল হক।
কাশেম শরিফের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন এ এম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, সাথী উদয় কুসুম বড়ুয়া, সাংবাদিক এস এম জামাল উদ্দিন, অধ্যক্ষ মুসা সিকদার। বক্তব্য রাখেন সেলিম নুর, নুরুল হক খান, আবু বক্কর সিদ্দিকী, ফজলুল কাদের চেয়ারম্যান, কাশেম শরিফ, শহিদুল ইসলাম বাদল, এডভোকেট আবদুর রশিদ দৌলতী, হাসান মাহমুদ রুমি, ক্যাপ্টেন মোবারক, গিয়াস উদ্দিন হায়দার, জামাল উদ্দিন, মহিউদ্দিন বকুল, শেখ মোজাম্মেল হোসেন, শফিউল আলম, সৈয়দুল আলম, অধ্যাপক মাহমুদ নুর প্রমুখ। সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে আজ আমাদেরকে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে স্বেচ্ছাচারি ও স্বৈরাচারি ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।