দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতকে ট্রানজিট দেওয়া ও ট্রেন চলাচলের সুবিধা দিয়ে দেশের মানুষের কী লাভ বা স্বার্থ তা পরিষ্কার করতে হবে। নদীর পানি প্রবাহের আন্তর্জাতিক আইন কখনোই ভারত মানেনি। আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করা হলে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।
ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিল এবং দেশের সকল দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন, মহানগরীর উদ্যোগে নগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগরের সভাপতি ড. বেলাল নূর আজিজ, মাওলানা বোরহান উদ্দিন আল বারী, নগর সেক্রেটারী আল মুহাম্মাদ ইকবাল, আবুল কাশেম মাতাব্বর, নগর অধ্যাপক রফিকুল আলম, মাওলানা ওয়াজ হোসেন ভূঁইয়া, মোহাম্মদ শরীফুল ইসলাম, আল মিজান মোহাম্মদ নোহেল, মো. ইব্রাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।