ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে

আনোয়ারায় বিএনপির প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও আনোয়ারাকর্ণফুলী আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, জুলাই বিপ্লবের পর একটি বিশেষ মহল দলের মধ্যে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির তৃণমূল ত্যাগী নেতাদের দলের সাংগঠনিক কার্যক্রম থেকে বাইরে রাখতে নানাভাবে অপতৎপরতা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে দলে ঐক্যের কোন বিকল্প নেই। আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত ভাবে এগিয়ে নিতে কাজ করতে হবে। গতকাল শনিবার দুপুরে উপজেলার তৈলারদ্বীপের নিজ বাসভবনে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ মার্চ মঙ্গলবার উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল আয়োজন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ আখতারুন নবী চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির নেতা মোঃ ইউনুস চৌধুরী, নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেঙ্গল মিট এখন চট্টগ্রামের পাঁচলাইশে
পরবর্তী নিবন্ধসিএন্ডএফ টাওয়ারের ১৩ম বার্ষিক সাধারণ সভা