ঐকমত্য কমিশন তাদের মতামত বিএনপির ওপর চাপিয়ে দিতে চায় : খসরু

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

ঐকমত্য কমিশনসহ দুই থেকে তিনটি দল তাদের মতামত জোর করে বিএনপির ওপর চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনসহ দুই থেকে তিনটি দল তাদের মতামত জোর করে বিএনপি ও জনগণের ওপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। সে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। জনগণের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিন। গতকাল শনিবার দুপুরে রাজশাহী নগরের জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।

আমীর খসরু বলেন, যে দলগুলো তাদের দাবিদাওয়া পূরণ করতে চায়, তাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের মতামত নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। কারও মতামত জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। যারা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায় বা প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে সকল ব্যবসায়ীদেরকেও সোচ্চার হতে হবে। ফেব্রুয়ারিতে কেন, পারলে এখনই নির্বাচন দিয়ে জনগণকে মুক্তি দিন।

তিনি বলেন, ঐকমত্য হয়েছে, স্বাক্ষরও হয়েছে। এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি তোলা হচ্ছে। ঐকমত্য কমিশনের নিজস্ব মতামত আমাদের ওপর চাপিয়ে দাওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে তাদের কাজ মতামত দেওয়া নয়। এখন যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। শুধু রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই হবে না, অর্থনীতিকেও গণতন্ত্রায়ণ করা জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।

তিনি বলেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ণের অর্থ হলোঅর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মালিকানা যেন মুষ্টিমেয় কিছু মানুষের হাতে না থেকে জনগণ, শ্রমিক, ভোক্তা, সরবরাহকারী ও বৃহত্তর সমপ্রদায়ের হাতে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষও উন্নয়নের অংশীদার হতে পারবে।

গণতন্ত্র মানে জনগণের প্রশ্নের সম্মুখীন হওয়া, রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয় জানিয়ে বিএনপি নেতা বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার জনগণের ওপর জুলুম করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু জনগণ তার জবাব দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্পের নামে জনগণের অর্থ অপচয় করবে না বলে প্রতিশ্রুতি দেন দলটির স্থায়ী কমিটির এ সদস্য।

আমীর খসরু বলেন, অতীতের অর্থনৈতিক মডেল সাধারণ মানুষের জন্য কাজ করেনি বরং একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য অর্থনীতি চালু করবে, যাতে উন্নয়নের সুফল সবাই পায়।

পূর্ববর্তী নিবন্ধবড় ভাইয়ের কাঠের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
পরবর্তী নিবন্ধতরুণ শক্তিকে সমবায় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আনতে হবে